google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে ১১০ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে ১১০ টাকা ছবির ক্যাপশন: সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে ১১০ টাকা
ad728

ছয় মাসের ব্যবধানে দেশের সঞ্চয়পত্রে মুনাফার হার আবারও কমানো হয়েছে। এতে বিদায়ী বছরের তুলনায় চলতি বছরে এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে মুনাফা ১১০ টাকা কমে যাবে। গত বছর পরিবার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করলে ৯৪৪ টাকা পাওয়া যেত, চলতি মাসে তা দাঁড়িয়েছে ৮৩৪ টাকায়। ফলে সঞ্চয়পত্রের আয়ের ওপর নির্ভরশীল মধ্যবিত্ত ও পেনশনারদের ওপর চাপ বাড়বে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) আগামী ছয় মাসের জন্য নতুন মুনাফার হার ঘোষণা করেছে। গত ১ জানুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। নতুন হার অনুযায়ী, সর্বোচ্চ মুনাফার হার ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন হার ৮.৭৪ শতাংশ।

কম বিনিয়োগে মুনাফার হার তুলনামূলকভাবে বেশি এবং ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগে হার কমে যায়। দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন সঞ্চয়পত্রের মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে জনপ্রিয়। পাঁচ বছরের মেয়াদে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা কমানো হয়েছে ১১.৯৩ শতাংশ থেকে ১০.৫৪ শতাংশে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা কমানো হয়েছে ১১.৮০ শতাংশ থেকে ১০.৪১ শতাংশে।

পেনশনার সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও অনুরূপভাবে কমানো হয়েছে। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা কমে ১১.৮২ শতাংশ থেকে ১০.৪৮ শতাংশে নেমেছে, বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমানো হয়েছে ১১.৭৭ শতাংশ থেকে ১০.৪৩ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, সঞ্চয়পত্রের সুদহার কমানোর মূল উদ্দেশ্য ব্যাংকের আমানত বৃদ্ধি ও ঋণের সুদ কমানো। এতে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য মিলবে। তবে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের জন্য এটি দুঃসংবাদ।

একই সঙ্গে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ এর আগে ইস্যু হওয়া সব সঞ্চয়পত্রের মেয়াদে পুরোনো মুনাফার হার প্রযোজ্য থাকবে। পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন তারিখ অনুযায়ী নতুন মুনাফার হার প্রযোজ্য হবে। প্রতি ছয় মাস পর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্বিন্যস্ত করা হবে।

মূলত দেশের মধ্যবিত্ত পরিবার ও পেনশনাররা সঞ্চয়পত্রের মুনাফার ওপর অনেকাংশে নির্ভরশীল। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও নতুন হারের কারণে এ গ্রাহকদের মাসিক আয় ও জীবিকায় চাপ আরও বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈশ্বরদীতে আট ছানা হারানো মা কুকুরের কাছে নতুন চারটি ছানা দেও

ঈশ্বরদীতে আট ছানা হারানো মা কুকুরের কাছে নতুন চারটি ছানা দেও