google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের প্ররোচনার অভিযোগ মদন লালের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
পাকিস্তানের প্ররোচনার অভিযোগ মদন লালের ছবির ক্যাপশন: পাকিস্তানের প্ররোচনার অভিযোগ মদন লালের
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এবং এর জেরে আইসিসির কঠোর অবস্থান—এই বিষয়টি নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা থামছেই না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক বলে মনে করছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চ বর্জন করে বাংলাদেশ মারাত্মক ভুল করেছে। তাঁর মতে, এই একটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হলো, তা কাটিয়ে ওঠা সহজ হবে না।

মদন লাল বলেন,
‘বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গিয়ে অনেক বড় ভুল করেছে। আপনি যদি এত বড় একটি ইভেন্ট মিস করেন, তাহলে আইসিসি কোনো না কোনো অবস্থান নেবেই। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

এই সিদ্ধান্তের প্রভাব শুধু বর্তমান বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকবে না বলেও মনে করেন তিনি। ভবিষ্যৎ আসরগুলোতেও বাংলাদেশকে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তাঁর ভাষায়,
‘এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। যদি আগামী বিশ্বকাপেও আইসিসি বাংলাদেশকে খেলতে না দেয়, তাহলে বিসিবির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ে ক্রিকেট মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়—এটা বিশাল ক্ষতি।’

আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির প্রসঙ্গ টেনে মদন লাল বিসিবির কূটনৈতিক ব্যর্থতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন,
‘১৪টি ভোটের বিপরীতে বাংলাদেশের পক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির বোঝা উচিত ছিল, তারা কতটা সমর্থন পাচ্ছে। অন্তত ৫-১০টি ভোট পেলেও পরিস্থিতি ভিন্ন হতে পারত।’

সাক্ষাৎকারে একটি চাঞ্চল্যকর মন্তব্যও করেন মদন লাল। তাঁর দাবি, পাকিস্তানের প্ররোচনাতেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন,
‘আমার মনে হয় সবচেয়ে বড় ভুল হলো—পাকিস্তান বাংলাদেশকে কিছুটা ভুল পথে পরিচালিত করেছে। কারণ পাকিস্তান নিজে বিশ্বকাপ খেলছে, অথচ বাংলাদেশ খেলছে না।’

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ