ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি নতুন অভিযোগ গঠন করা হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের অভিযোগ। গতকাল লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) একটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ অনুমোদন দিয়েছে। নতুন অভিযোগগুলো দুজন ভিন্ন নারীর সঙ্গে সম্পর্কিত।
এর আগে ব্র্যান্ড পাঁচটি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। সেই অভিযোগের মধ্যে ছিল দুটি ধর্ষণ, দুটি যৌন নিপীড়ন এবং একটি অশ্লীল আচরণ, যা চারজন নারীর অভিযোগের ভিত্তিতে আনা হয়েছিল।
নতুন দুটি অভিযোগের বিষয়ে ৫০ বছর বয়সী ব্র্যান্ডকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হতে হবে।
পুলিশ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সানডে টাইমস, দ্য টাইমস এবং চ্যানেল ফোরের ডিসপ্যাচেসে প্রকাশিত প্রতিবেদন সামনে আসার পরই ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্ত শুরু হয়। নতুন দুটি অভিযোগের ঘটনা ২০০৯ সালে ঘটেছে।
এর আগে আনা পাঁচটি অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে ১৬ জুন ২০২৬-এ, সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। ওই অভিযোগগুলো ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে লন্ডন ও বোর্নমাউথে সংঘটিত হয়েছে।
ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী, ১৯৯৯ সালে বোর্নমাউথে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। ২০০১ সালে ওয়েস্টমিনস্টার এলাকায় আরেক নারীকে টেনে পুরুষদের টয়লেটের দিকে নেওয়ার অভিযোগে অশ্লীল আচরণ, ২০০৪ থেকে ২০০৫ সালে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এবং ২০০৪ সালে আরেক নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর তারিক ফারুকি জানান, অভিযোগকারী নারী সবাই বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাচ্ছেন।
রাসেল ব্র্যান্ড এসেক্সে জন্মগ্রহণ করেন। স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জনের পর তিনি ‘বিগ ব্রাদার্স বিগ মাউথ’ টিভি অনুষ্ঠান এবং বিবিসি রেডিওতে পরিচিতি পান। পরে হলিউডে পা রেখেছেন এবং ‘ফরগটিং সারাহ মার্শাল’ ও ‘গেট হিম টু দ্য গ্রিক’ সিনেমায় অভিনয় করেছেন।
Jatio Khobor