google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া: মাদুরো দম্পতির মুক্তি দাবি চীনের, নিন্দায় বিশ্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া: মাদুরো দম্পতির মুক্তি দাবি চীনের, নিন্দায় বিশ্ব ছবির ক্যাপশন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া: মাদুরো দম্পতির মুক্তি দাবি চীনের, নিন্দায় বিশ্ব
ad728

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের বাসভবন থেকে তুলে নেওয়ার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে চীন। একই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে তাঁদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয় এবং যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলা সরকারের পতনের চেষ্টা বন্ধ করার দাবি জানানো হয়।

মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নেওয়ার ঘোষণা দেওয়ার পর এটি চীনের দেওয়া দ্বিতীয় বিবৃতি। এর আগে বেইজিং এই পদক্ষেপকে ‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’ ও ‘শক্তির নগ্ন ব্যবহার’ বলে তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বান জানিয়েছিল।

চীনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের জ্যেষ্ঠ গবেষণা ফেলো অ্যান্ডি মক জানিয়েছেন, চীন ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শনিবার কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বড় পরিসরে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বাসভবন থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সতর্ক করেছেন, এ ধরনের হামলা বিশ্বে ‘বিপজ্জনক নজির’ তৈরি করতে পারে।

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে, যা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা।

চীন ও রাশিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের এই অভিযানের নিন্দা জানিয়েছে। রাশিয়া এটিকে ‘সশস্ত্র আগ্রাসন’ বলে অভিহিত করে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এ ছাড়া ভারত, ব্রাজিল, চিলি, মেক্সিকো, ইরান, স্পেন, জার্মানি, উত্তর কোরিয়া, কলম্বিয়া ও কিউবাসহ বহু দেশ যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে এবং ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান এই প্রতিক্রিয়া ভেনেজুয়েলা সংকটকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা