ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা জয় ভানুশালি ও মাহি বিজ তাঁদের ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে গুঞ্জনের পর অবশেষে ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।
রোববার প্রকাশিত যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘আজ আমরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। তবে একে অপরের প্রতি সম্মান ও সমর্থন সব সময় বজায় থাকবে। শান্তি, সহমর্মিতা ও মানবিকতা আমাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল এবং থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের সন্তান—তারা, খুশি ও রাজবীরের জন্য যা কিছু প্রয়োজন, তা করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আলাদা হলেও আমরা সেরা বাবা–মা ও বন্ধু হিসেবেই তাদের আগলে রাখব। এই সিদ্ধান্তে কোনো খলনায়ক নেই, নেই কোনো নেতিবাচকতা।’
২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি বিজ। ২০১৭ সালে তাঁরা খুশি ও রাজবীর নামে দুই শিশুকে দত্তক নেন। এরপর ২০১৯ সালে তাঁদের কন্যা তারা জন্মগ্রহণ করে।
রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’–এর পঞ্চম সিজনে একসঙ্গে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন জয়–মাহি জুটি। পরবর্তী সময়ে আরও কয়েকটি রিয়েলিটি শোতে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি প্রায় নয় বছরের বিরতির পর মাহি বিজ টেলিভিশনে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘সেহের হোনে কো হ্যায়’–এ।
Jatio Khobor