google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা-৪ আসনে এনসিপি ও বিএনপি প্রার্থীর সম্পদের হালফনামা প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
কুমিল্লা-৪ আসনে এনসিপি ও বিএনপি প্রার্থীর সম্পদের হালফনামা প্রকাশ ছবির ক্যাপশন: কুমিল্লা-৪ আসনে এনসিপি ও বিএনপি প্রার্থীর সম্পদের হালফনামা প্রকাশ
ad728

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর হলফনামা প্রকাশিত হয়েছে। তথ্য অনুযায়ী, হাসনাতের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদ ৫০ লাখ টাকা, আর মঞ্জুরুল আহসানের সম্পদ ১ কোটি ৩২ লাখ টাকার বেশি।

হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে পেশা হিসেবে ব্যবসা করছেন। তাঁর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা, যার মধ্যে শেয়ার, বন্ড বা অন্যান্য আয় নেই। ব্যাংক ও নগদে তাঁর মোট অস্থাবর সম্পদ ৩৫ লাখ টাকার বেশি। স্থাবর সম্পদ হিসেবে কোনো জমি বা বাড়ি নেই। ২০২৫-২৬ অর্থবছরে তিনি ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা আয়কর দিয়েছেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মোট সম্পদ ১ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৭৮১ টাকা। তবে তাঁর স্ত্রীর সম্পদ আরও বেশি, ৩ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৪০৩ টাকা। মঞ্জুরুলের আয় কৃষি থেকে ৩ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা, এবং ব্যবসা ও পরিচালনার ভাতা সহ পরিবারের মোট বাৎসরিক আয় ৬ লাখ ৭৫ হাজার টাকা। অস্থাবর ও স্থাবর সম্পদের মধ্যে নগদ, ব্যাংক আমানত, যানবাহন, স্বর্ণালংকার ও বাড়ি অন্তর্ভুক্ত।

মঞ্জুরুল আহসানের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ছয়টিতে তিনি খালাস পেয়েছেন, বাকিগুলো স্থগিত বা প্রত্যাহার করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লা-৪ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি

৪০০ প্রজাতির পাখির ছবি তুলেছেন রাজশাহীর এই দম্পতি