google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের, বিসিবি সভাপতির অসম্মতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের, বিসিবি সভাপতির অসম্মতি ছবির ক্যাপশন: নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের, বিসিবি সভাপতির অসম্মতি
ad728

নাজমুল ইসলামকে কেন্দ্র করে চলমান অচলাবস্থায় নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দেশের শীর্ষ ক্রিকেটাররা। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামকে জানিয়েছেন, বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে, তবে আগামীকাল থেকেই তারা মাঠে নামতে প্রস্তুত।

তবে ক্রিকেটারদের এই প্রস্তাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সম্মত হননি বলে জানা গেছে।

ক্রিকেটারদের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সন্ধ্যায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও কয়েকজন সিনিয়র ক্রিকেটার ফোনে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেন। এ সময় আমিনুল ইসলামের সঙ্গে আরও কয়েকজন বোর্ড পরিচালক উপস্থিত ছিলেন। ফোনের স্পিকার চালু রেখে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় ক্রিকেটাররা জানান, এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে আন্তর্জাতিক ম্যাচ খেলছে এবং তারাও বিপিএলে অংশ নিতে আগ্রহী। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তারা আগামীকাল থেকেই মাঠে নামতে প্রস্তুত, তবে সেটি হবে শর্তসাপেক্ষে।

ক্রিকেটারদের শর্ত অনুযায়ী, নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিসিবির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল রাখতে হবে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেটারদের জানান, এই শর্ত বাস্তবায়ন সম্ভব নয়। তাঁর দাবি, নাজমুল ইসলাম ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত ব্যক্তি, তাই প্রকাশ্যে ক্ষমা চাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় এবং বিসিবি সভাপতির পক্ষ থেকেও এ ধরনের অনুরোধ করা যাবে না।

এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা পাল্টা যুক্তি দেন—নাজমুল সম্মানিত ব্যক্তি হলেও ক্রিকেটারদেরও সম্মান রয়েছে। যেহেতু তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন, তাই ক্ষমাও প্রকাশ্যেই চাইতে হবে। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম ক্রিকেটারদের প্রস্তাবে রাজি না হওয়ায় আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ একাধিক বোর্ড পরিচালককে ফোন করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন প্রথম আলোকে নিশ্চিত করেছেন, এ ধরনের একটি আলোচনা হয়েছে।

নাজমুল ইস্যুকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সূচি অনুযায়ী আগামীকালও দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর