প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে খেলতে নেমেই আলো ছড়াচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন তিনি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ। শুধু পেসারদের মধ্যে তাঁর উইকেটই সর্বোচ্চ। সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন আফগান স্পিনার ওয়াকার সালামখিল, তবে তিনি মোস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন।
উইকেট নেওয়ার পাশাপাশি কার্যকর বোলিংয়েও নজর কাড়ছেন মোস্তাফিজ। পাওয়ারপ্লে, মাঝের ওভার কিংবা ডেথ—সব পর্যায়েই সমান কার্যকর তিনি। সর্বশেষ শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি গুরুত্বপূর্ণ উইকেট নেন মোস্তাফিজ। আউট করেন শারজার সেরা ব্যাটসম্যান সিকান্দার রাজাকে। অধিনায়ক টিম সাউদির আস্থার প্রতিদান দিয়ে মাঝের ওভারে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তিনি।
২১ ডিসেম্বর গালফ টাইটানসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন মোস্তাফিজ। ওই ম্যাচে ইনিংসের ১৪তম ওভারে একাই আউট করেন জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই ও সেন ডিকসনকে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর আগে ৭ ডিসেম্বর মুম্বাই এমিরেটসের বিপক্ষেও ১৮তম ওভারে রশিদ খান, টম ব্যান্টন ও আল্লাহ গজনফরকে ফিরিয়ে এক ওভারে নেন ৩ উইকেট।
ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ হিসেবে মোস্তাফিজ টুর্নামেন্টে খেলা সব ৮ ম্যাচেই উইকেট পেয়েছেন। দুবাই ও আবুধাবির উইকেটে তাঁর কাটার বুঝতে না পেরে বিপাকে পড়ছেন ব্যাটসম্যানরা, যা তাঁর সাফল্যের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালসও দারুণ অবস্থানে রয়েছে। শারজাকে ৬ উইকেটে হারিয়ে তারা ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। তবে প্লে-অফে মোস্তাফিজকে নাও পেতে পারে দুবাই, কারণ একই সময় শুরু হচ্ছে বিপিএল। সেখানে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।
চলতি বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছেন মোস্তাফিজ। ৪২ ম্যাচে ৫৭ উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি রেট ৬.৭৯। এই ফর্ম নিয়েই বিপিএলে মাঠে নামবেন তিনি।
এদিকে আইএল টি-টোয়েন্টিতে আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও খেলছেন। শারজার হয়ে ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৯ উইকেট। বিপিএলে তাসকিন খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে।
Jatio Khobor