google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

প্রথম আলো কার্যালয়ে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিচেল লির সংহতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
প্রথম আলো কার্যালয়ে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিচেল লির সংহতি ছবির ক্যাপশন: প্রথম আলো কার্যালয়ে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিচেল লির সংহতি
ad728

বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) মিচেল লি গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হামলাকারীদের শনাক্ত করে স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে মিচেল লি গত ১৮ ডিসেম্বর সংঘটিত উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানটির প্রতি সংহতি জানান। তিনি ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরে দেখেন এবং আগুনে পুড়িয়ে দেওয়া ভবন পরিদর্শনের সময় বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে মিচেল লি বলেন, “গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গণমাধ্যম। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত পরিবেশ গণতন্ত্রের জন্য অপরিহার্য।” তিনি আরও বলেন, “প্রথম আলো ও গণমাধ্যমের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

মানবাধিকার রক্ষা ও দেশের অগ্রগতির জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, “গণমাধ্যমই জনগণকে তথ্য জানায়। তাই গণমাধ্যমের ওপর যেকোনো হামলা অত্যন্ত উদ্বেগজনক। আশা করি, স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে।”

এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দুটি সংবাদপত্রের ভবনে অগ্নিসংযোগ করে। গণমাধ্যম প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় দেশ-বিদেশে তীব্র নিন্দা জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নিহত একজন

দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নিহত একজন